ই- শ্রম কার্ড থাকলেই 3000 পেনশন দিচ্ছে কেন্দ্র সরকার।E-Shram Card 3000 Pension
E-Shram Card 3000 Pension: বেকার যুবক-যুবতী এবং অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার এক বড় ধরনের সুখবর এনেছে।
ই- শ্রম কার্ড বা শ্রমিক কার্ড (E Shram Card) কার্ডের মাধ্যমে টাকা পাবে ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকরা। তবে এবার প্রশ্ন হল যে ই-শ্রমকার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে? আবেদনের জন্য প্রার্থীদের কি যোগ্যতা পূরণ করতে হবে? কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন? সমস্ত কিছু জানতে আর্টিকেলটি বিস্তারিত পড়ুন
ই-শ্রম কার্ড কী?
উত্তর: ই-শ্রম কার্ড হলো একটি শ্রমিক কার্ড।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই ই-শ্রম কার্ডের ব্যবস্থা করেন। মূলত ভারতবর্ষের অসংগঠিত শ্রমিক, দিনমজুর, পরিযায়ী শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই-শ্রম কার্ডের (E Shram Card) সুবিধা চালু করা করা হয়েছে।
ই- শ্রম কার্ড এর উদ্দেশ্য:
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, যে সমস্ত মানুষের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যতে নিরাপত্তা দেওয়া। এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৬ বছর হতে হবে।
এই প্রকল্পের উপভোক্তারা ষাট বছর বয়স হলেই ৩০০০ টাকা করে পেনশনের সুবিধা পাবে। এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রায় কুড়ি কোটি মানুষ এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। প্রায় ২ কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে।
ই- শ্রম কার্ড এর সুবিধাগুলো হলো:
ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করলে উপভোক্তারা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল নিম্নরূপ👇
১) ই শ্রম কার্ডের মাধ্যমে প্রার্থীদের ৬০ বছর বয়স হলে তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন।
২) কোনো দুর্ঘটনার কারণে প্রার্থীর মৃত্যু বা অঙ্গহানি হলে তার পরিবার এককালীন দুইলক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে। যদি আংশিক অঙ্গহানি হয় সেক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে এক লক্ষ টাকা।
৩) যেসকল ই-শ্রমকার্ডের উপভোক্তাদের নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার।
৪) এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদেরও আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। যে সকল গর্ভবতী মায়েরা কাজ করতে সক্ষম নন তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার।
৫) E-Shram কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার।
E-Shram Card এর যোগ্যতা কী?:-
১) এই শ্রমকার্ডের আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে।
২) যে সকল মানুষেরা আয়ের নির্দিষ্ট কোনো উৎস পান না তারাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন।
৩) যারা সরকারকে আয়কর প্রদান করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৪) EPFO বা ESIC এর সদস্যরা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন না
প্রয়োজনীয় কি কি নথি লাগবে?:-
১)আবেদনকারীর আধার কার্ড (Aadhaar Card)
২) প্যান কার্ড (PAN Card)
৩) নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি
৪) ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের জন্য পাস বইয়ের প্রথম পাতার কপি।
৫) আধার কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নাম্বার।
E-Shram Card online apply link ( ই- শ্রম কার্ড অনলাইন আবদেন লিংক)👇
এখানে ক্লিক করুন – ক্লিক করুন এখানে










