ডিসেম্বর মাসেই টাকা ঢুকবে বাংলা শস্য বীমা যোজনার! এবার তাহলে প্রশ্ন হচ্ছে কত তারিখে ঢাকা ঢুকবে?
বাংলা শস্য বীমা টাকার বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন?
– গত ২২ সে নভেম্বর নবান্ন সভার ঘর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বাংলা আবাস যোজনা বিষয়ে জানিয়েছিলেন। এখানে তিনি এটাও ঘোষণা করেছিলেন যে এই ডিসেম্বর মাসেই বাংলা শস্য বীমা যোজনা টাকা দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনারা এই মাসেই টাকা পাবেন। কিন্তু এখনো পর্যন্ত অনেক কৃষকই টাকা পাননি তাই তারা সন্দেহে করছেন যে এ ডিসেম্বর মাসেই বাংলা টাকা ঢুকবে কিনা?
বাংলা শস্য বীমা: হ্যাঁ অবশ্যই টাকা পাবেন যাদের সত্যিকারের ফসলের ক্ষতি হয়েছে তারা এই মাসেই টাকা পাবেন।
কীভাবে বুঝবেন আপনি কত টাকা পাবেন?
বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেক করার ক্লেইম স্ট্যাটাস এর ঘরে যদি দেখেন ক্লেইম এ টাকা শো করছে তাহলে বুঝবেন কিছুদিনের মধ্যেই টাকা পাবেন।
✅স্টেটাস কী দেখাবে?
১. Claim Details: যদি এই ঘরে কোনো নির্দিষ্ট অঙ্কের টাকা দেখানো হয়, তবে সেই টাকা খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে।
২. Claims Under Process: এই স্টেটাস দেখালে বুঝতে হবে, ক্ষতিপূরণের টাকা এখন প্রক্রিয়াধীন। কয়েকদিনের মধ্যেই টাকা জমা পড়বে।
৩. Claim Not Reported Yet: এই মেসেজ দেখালে বুঝতে হবে, আপনার আবেদন গ্রহণ করা হয়নি এখন অথবা আপনি ক্ষতিপূরণের যোগ্য নন।
বাংলা শস্য বীমা প্রকল্প কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করতে বড় ভূমিকা পালন করছে। এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারছেন।
ক্ষতিপূরণের টাকার স্টেটাস চেক করার জন্য নিচের লিঙ্কটি ব্যবহার করুন:
স্টেটাস চেক লিঙ্ক :-Click here 👈
⚡বাংলা শস্য বীমা প্রকল্প কী এবং কেন?
বাংলা শস্য বীমা প্রকল্পের (Bangla Shasya Bima) লক্ষ্য হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকেন।
প্রকল্পের বৈশিষ্ট্য:
বন্যা, খরা, বা ঝড়বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে কৃষক ক্ষতিপূরণ পান।ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।যেসব কৃষক নির্দিষ্ট মরশুমে বীমার জন্য আবেদন করেছেন, তারাই এই সুবিধা পেয়ে থাকেন।
বর্তমানে কোন মরশুমের জন্য ক্ষতিপূরণ বিতরণ করা হচ্ছে?
২০২৪ সালের খরিফ মরশুমের জন্য ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে। যেসব কৃষক বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আবেদন করেছিলেন এবং যাঁদের ধানের ফসল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই এই ক্ষতিপূরণ পাচ্ছেন।