জলপাইগুড়ি চাইল্ড প্রোটেকশন ইউনিটে মহিলা কর্মী নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন জেনে নিন
দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ির নার্স পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল। সম্প্রতি জলপাইগুড়ির চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। জলপাইগুড়ি চাইল্ড প্রোটেকশন ইউনিটে মহিলা কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের যাবতীয় তথ্য নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জলপাইগুড়ি চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে । পদের নাম- নার্স (মহিলা)।
বয়স- আবেদনকারী প্রার্থীদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ যোগ্যতা এবং তার পাশাপাশি ন্যূনতম ৩৬০ ঘন্টা সময়কাল সহ স্বাস্থ্য সেক্টর স্কিল কাউন্সিল দ্বারা অনুমোদিত হোম হেলথ এইডসে তালিকাভুক্ত জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স কোড থাকতে হবে। অভিজ্ঞতা- এই কাজের ক্ষেত্রে অন্ততপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের নার্সিং এ ডিপ্লোমা থাকতে হবে অথবা জিএনএম কোর্স থাকতে হবে।
মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ১২০০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি- নীচে দেওয়া লিংক থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করবেন ও বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, বাসস্থানের প্রমাণ, কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে) ইত্যাদি সংযুক্ত করে জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি- ইংরেজি, জেনারেল স্টাডিজ এবং স্পেশাল কিছু সাবজেক্টের উপর ৮০ নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। এরপর ১০ নাম্বারের কম্পিউটার টেস্ট হবে ও ১০ নাম্বারের একটি ইন্টারভিউ হবে। আবেদনের শেষ তারিখ- ৪/১২/২০২৪ থেকে ৩১/১২/২০২৪ তারিখের মধ্যে সরকার ঘোষিত ছুটির দিন বাদে আবেদন পত্র জমা করতে পারবেন।










