PM Kisan Samman Yojana: পিএম কিষাণের ৬০০০ টাকা বেড়ে হবে ১২ হাজার, বাজেটে মোদি সরকার দেবে উপহার ?
PM Kisan Nidhi: শীঘ্রই কৃষকদের জন্য় আরও বড় উপহার দিতে পারে মোদি সরকার (PM Modi)। পিএম কিষাণ সম্মান যোজনার (PM Kisan Samman Yojana) ৬০০০ টাকা বেড়ে হতে পারে ১২ হাজার টাকা। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ।
কার নেতৃত্বে এই সুপারিশ:-
চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার। কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বার্ষিক সীমা 6000 টাকা থেকে বাড়িয়ে 12000 টাকা করার পরামর্শ দিয়েছে। কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে।
পিএম কিষাণ নিধি 12000 টাকা বাড়ানোর সুপারিশ:
মঙ্গলবার, 17 ডিসেম্বর 2024, চরণজিৎ সিং চান্নি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে 18 তম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্টে, কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি সুপারিশ করেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক 6000 টাকা থেকে বাড়িয়ে 12000 টাকা করা উচিত
বাজেটে কৃষকরা উপহার পাবেন!
তবে এই প্রথমবার নয়। এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রি-বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26-এর বাজেট পেশ করবেন 1 ফেব্রুয়ারি, 2025-এ। মনে করা হচ্ছে,বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে।